নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- রক্তদান জীবনদান…..,যদিও সেই রক্তের বিপন্নতায় বাংলা l যে রক্তের হয়তো কোনো জাত থাকে না তাই জরুরী প্রয়োজনে সেই রক্ত হয়ে ওঠে মূল্যবান। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলা জুড়ে সেই রক্তের সংকট চলছে,স্বাভাবিকভাবেই রক্তের সংকট পূরণে এগিয়ে এলো এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার, শ্রীরামপুর শাখার বীমা প্রতিনিধিরা।সোমবার তাদের উদ্যোগে এলআইসি, শ্রীরামপুর শাখায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরl যে শিবিরে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।একইসাথে রক্তদাতাদের উপহার সরুপ তুলে দেওয়া হল একটি করে চারাগাছ।
সংস্থার সম্পাদক সুজিত পাল জানান আমরা জানতে পেরেছি গরমের কারণে রক্তের সমস্যা চলছে, ফলে একদিকে যেমন মুমূর্ষ রোগীরা সমস্যায় রয়েছে তেমনই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা, তাই তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ।সংস্থার সভাপতি রত্নেশ্বর মজুমদার জানান মানুষের জীবন দানে অত্যন্ত প্রয়োজনীয় রক্ত,কিন্তু ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ার প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন মুমূর্ষ রোগীরা l তাদের পাশে থাকতে আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই সার্বিক এই পরিস্থিতিতে অন্যান্য সংস্থাও এগিয়ে আসুক। রক্তের চাহিদা পূরণে বীমা প্রতিনিধিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টরা l
l
Views: 37