নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-জলের আরেক নাম জীবন, সেই পানীয় জলের প্রয়োজনে স্কুলের ছাত্রদের সুবিধার্থে স্কুল প্রাঙ্গণে সূচনা হল একটি নলকূপl স্বাধীনতা দিবসে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই নলকূপের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।স্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশীষ কুন্ডু লক্ষাধিক টাকা দান করেন এই নলকূপ নির্মানে।
মূলত গত কয়েক বছর আগে শিক্ষক দেবাশীষ কুন্ডু এই স্কুলে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেন , সেই কাজ করার সময় তিনি উপলব্ধি করেন স্কুল চত্বরে একটি গভীর নলকূপের প্রয়োজন, সেইমতো বছর দুয়েক আগে তিনি অবসর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নেয় স্কুলের নলকূপের প্রয়োজনে আর্থিক সহায়তা করবেন। সেইমতো তাঁর দেওয়া লক্ষাধিক টাকা ব্যয়ে স্বাধীনতা দিবসে সূচনা হলো এই নলকূপটি। স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী শিক্ষকের এই ভূমিকায় উচ্ছ্বসিত।
তিনি জানান এর ফলে ছাত্রদের পাশাপাশি শিক্ষক, শিক্ষিকাদেরও সুবিধা হবে। শিক্ষক দেবাশীষ বাবু জানান স্কুল চত্বরে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল,তাঁর এই আর্থিক সহযোগিতায় নতুন এই নলকূপ তৈরিতে উপকৃত হবে ছাত্ররা, তিনি খুশি।
স্কুলের সভাপতি কৌশিক চ্যাটার্জী জানান দীর্ঘদিন ধরে এই ধরনের একটি কলের প্রয়োজন ছিল, প্রাক্তন শিক্ষক দেবাশীষ বাবু নিজে থেকেই সেই দায়িত্ব নেওয়ায় আমরা খুশি। ছাত্রদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে l
Views: 60