নিজস্ব প্রতিনিধি,হুগলি- উত্তরাখন্ডের কেদারনাথে বেড়াতে গিয়ে ধ্বসে আটকে পড়ল বাঙালী পর্যটকরা। খারাপ আবহাওয়ার জেরে পাহাড়ে ধস নামায় সেখানে আটকে পরা যাত্রীদের মধ্যে রয়েছে হুগলীর রায় পরিবার। গত ষষ্ঠীর দিন ভোরে উত্তর ভারত ভ্রমনে বের হন চুঁচুড়ার ২৯ নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলার দম্পতি বিশ্বজিৎ ও চুমকি রায়। সঙ্গে ছিলো তাঁদের একমাত্র কন্যা বছর ১৯এর অন্বেষা রায়। হরিদ্বার হয়ে তাঁরা কেদারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য বিগত তিনদিন ধরে সেখানেই আটকে রয়েছেন তাঁরা। অভিযোগ দুদিন ধরে জল, খাবার না পেয়ে সমস্যায় পরেছেন তারা।স্থানীয় ভাবে কোনো সরকারী সাহায্য পাচ্ছেন না তারা।ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে ঝড় ফলে উদ্ধার কার্য বাধা পাচ্ছে।কেদারনাথে যে হেলিকপ্টার সার্ভিস ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে।ফলে বিহু পর্যটক আটকে রয়েছে কেদারে।বিশ্বজিৎ বাবু পেশায় চন্দননগর কর্পোরেশনের অফিস সুপারিন্টেডেন্ট। চুঁচুড়ার বাড়িতে বর্তমানে উদ্বিগ্নে রয়েছেন বিশ্বজিতের বাবা উদয় চাঁদ রায় ও মা সুপ্রিয়া রায়। এদিন খবর পেয়ে তাঁদের বাড়িতে উপস্থিত হন চুঁচুড়ার পৌর প্রশাসক তথা স্থানীয় জন প্রতিনিধি গৌরিকান্ত মুখার্জী। বহু কষ্টে একবার বিশ্বজিৎবাবুর সাথে ফোনে যোগাযোগ করতে পারেন গৌরিকান্তবাবু। সেই ফোনেই বাবা-মায়ের সাথে কথা বলেন বিশ্বজিৎ। এখন ছেলে-বৌমা ও নাতনির ঘরে ফেরার অপেক্ষায় বাবা-মা।
Views: 851