নিজস্ব প্রতিনিধি, রিষড়া-জুট শিল্পে কর্মী পূরণের লক্ষ্যে বেকার যুবক যুবতীদের বাছাই করে শুরু হলো প্রশিক্ষণ শিবিরl যার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না l হুগলির রিষড়ার হেস্টিং জুট মিলে এই প্রশিক্ষণ শিবির চলবেl প্রশিক্ষণ শেষে বিভিন্ন জুট মিলে তাদের নিয়োগ করা হবেl শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান জুট ইন্ডাস্ট্রিতে কর্মীর সংকট শুরু হয়েছে সেই কর্মীসংখ্যা পূরণের লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ একই সাথে তিনি জানান এই শিল্পের উন্নতির জন্য তাদের সরকার কাজ করছেl জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে আবেদনের ভিত্তিতে পাঠানো যুবক-যুবতীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেনlবিধায়ক সুদীপ্ত রায় জানান তাদের সরকার ক্ষমতায় আসার পর চেষ্টা করছে এই শিল্পের উন্নতিরl তাই তারই বিধানসভা এলাকায় জুটমিল গুলির পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেlএদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র,শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে, হেস্টিং জুট মিলের কর্ণধার সঞ্জয় কাজারিয়া সহ বিশিষ্টরাl
Views: 322