নিজস্ব প্রতিনিধি,রিষড়া-দুর্ঘটনা কমাতে বাংলায় গত কয়েক বছর ধরে শুরু হয়েছে “সেভ ড্রাইভ সেভ লাইভ” কর্মসূচি।উদ্দেশ্য মানুষকে সচেতন করা। সেই বার্তা নিয়েই বৃহস্পতিবার হুগলির রিষড়া থানার উদোগ্যে পালিত হল এই কর্মসূচি। রিষড়া থানা থেকে শুরু হওয়া একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় বাগখাল এলাকায়।যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রিষড়া পুরসভার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র। এদিন তিনি সাইকেল চালিয়েই এই কর্মসূচিতে অংশগ্রহন করে একদিকে যেমন সচেতনতার বার্তা দেন একইভাবে পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হন। পাশাপাশি বিভিন্ন ধরনের পোস্টার হাতে নিয়ে পুলিশকর্মীরা সাধারণ মানুষকে সচেতন করেন এই কর্মসূচীর মাধ্যমে।পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন প্রত্যেক মোটরসাইকেল আরোহীর উচিত হেলমেট ব্যবহার করা, তার ফলে তিনি যেমন সুরক্ষিত থাকবেন তেমনিই তার পরিবার নিশ্চিন্ত থাকবেন। পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে এই কর্মসূচি শুরু করেছিল আজ তা অনেকটায় সফল তাই কমেছে দুর্ঘটনা। এদিনের এই কর্মসূচিতে পুরপ্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান, রিষড়া পুরসভার কো-অর্ডিনেটর শুভজিৎ সরকার, মনোজ গোস্বামী ,অভিজিৎ দাস সহ থানার পুলিশ কর্মীরা।
Views: 233