নিজস্ব প্রতিনিধি,হাওড়া- কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কোভিড সংক্রমণের কারণে মহারাজ গত কয়েক দিন আগে ভর্তি হন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। শুক্রবার রাত ৯টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। মঠ সুত্রে সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। রণেন মহারাজ নামে তিনি পরিছিত ছিলেন সকলের কাছে। ১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দেন। তাঁর সময়কালে মিশনের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ পদের দ্বায়িত্বে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রামকৃষ্ণ মিশন চত্বরে।স্বামী শিবমায়ানন্দ জীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Views: 301