নিজস্ব প্রতিনিধি,কলকাতা- বাংলার ইতিহাসে কঠিনতম অষ্টম দফার ভোট যুদ্ধে বিপুলভাবে জয় লাভ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ভোট হওয়া ২৯২ টি আসনের মধ্যে তৃণমূল ২১৩টি আসনে, বিজেপির ৭৭ টি আসনে, সংযুক্ত মোর্চা ১টি এবং অন্যান্যরা ১টি আসনে জয়ী হয়েছে। রবিবার ফল বের হবার পরেই বাংলা জুড়ে সবুজ আবিরে মেতে ওঠে তৃণমূল কর্মীরা এবং মঙ্গলবার কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কে দলনেত্রী হিসাবে নির্বাচিত করেন কমিটি। সেই মতই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী ৫মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১, ২০১৬ পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী ৬ তারিখ থেকে জয়ী অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করবেন। যদিও বিপুল জয়ের মধ্যেও নন্দীগ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারে হতাশ তৃনমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, তাই তিনি আদালত যাবেন।
Views: 196