নিজস্ব প্রতিনিধি,কলকাতা-সারা দেশের মতই বাংলায় উর্ধ্বমুখী কোভিড সংক্রমণ,এরই মধ্যে বাংলায় অষ্টম দফার ভোটযুদ্ধের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার। এখনও বাকি দুই দফার ভোট। ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই প্রার্থীর, একইভাবে করোনা সংক্রমনে বর্তমানে আক্রান্ত প্রার্থী থেকে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা।এই পরিস্থিতিতিতে বড় সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন।কমিশন সুত্রে জানা যাচ্ছে বাকি দুই দফার ভোটের আগে কোনও জনসভা, রোড শো বা মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি।কেনলমাত্র অনাধিক ৫০০ জনের সভা করার জন্য অনুমতি দেওয়া হবে।উল্লেখ্য বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কমিশন।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কভিড মহামারির মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। যা প্রয়োগ করা হচ্ছে না। সেই ক্ষমতার প্রয়োগ প্রয়োজন।আদালতের এই ভর্ৎসনার পরেই কমিশনের এই সিধান্ত্ব বলে মনে করা হচ্ছে। কমিশনের এই সিধান্ত্বকে স্বাগত জানিয়েছে অনেক রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ।
Views: 140