নিজস্ব প্রতিনিধি,কলকাতা- নির্দিষ্ট সময় সূচি মেনে বুধবার সকাল ১০.৪৫ মিনিটে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নবান্নে প্রত্যাবর্তন করলেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।কভিড পরিস্থিতির কারণে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজভবনে রাজ্যপাল জাগদীপ ধনকার তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কোভিড মোকাবিলা করা তাঁর এই মুহূর্তে অন্যতম লক্ষ্য পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যজুড়ে যে রাজনৈতিক হিংসা শুরু হয়েছে তাকঠিন হাতে নিয়ন্ত্রণ করার ইঙ্গিত দিলেন। তিনি জানান দীর্ঘদিন প্রশাসন নির্বাচন কমিশনের হাতে থাকায় যে সমস্যাগুলি ছিল তা দ্রুততার সাথে দেখবেন। রাজভবনে উপস্থিত থাকা আমন্ত্রিত অথিতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এরপরে নবান্নে চলে আসেন, সেখানে কলকাতা পুলিশের দেওয়া গার্ড অফ অনার অনুষ্ঠানে শেষে নবান্নের ১৪ তলায় শুরু করেছেন জরুরি বৈঠক। যে বৈঠকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
Views: 274