নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- চিকিৎসক দিবস দিনটিকে স্মরণ করে এক অভিনব তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করল শ্রীরামপুরের “আই এম এ” সংগঠন l শনিবার শ্রীরামপুর বেতার বাণী মিডিয়া নেটওয়ার্কের সাথে যৌথ উদ্যোগে তাদের ভবনে অনুষ্ঠিত হলো চিকিৎসক দিবসের অনুষ্ঠানl যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট চিকিৎসকরা l পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আয়োজিত হল এক তাৎক্ষণিক বক্তৃতার l স্বাস্থ্য, পুষ্টি,পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা l
চিকিৎসক সংগঠন “আই এম এ” শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস জানান মূলত চিকিৎসক দিবসকে স্মরণ করতেই তাদের এই অনুষ্ঠান পাশাপাশি চিকিৎসা, স্বাস্থ্য,পরিবেশ সংক্রান্ত আগামী প্রজন্মকে উৎসাহিত করতেই তাদের এই উদ্যোগ l এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি স্কুলের ছাত্র-ছাত্রীরা l
Views: 191