নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-বসন্ত উৎসব কে কেন্দ্র করে দুই ছাত্র গোষ্ঠীর কোন্দলে ভাঙচুর করা হলো দোকানl প্রতিবাদে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ l হুগলির শ্রীরামপুর আরএমএস মাঠের ঘটনাl অভিযোগ বৃহস্পতিবার বিকেলে এই মাঠে বসন্ত উৎসবেরঅনুষ্ঠানের আয়োজন করছিলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেl হঠাৎই সেখানে একদল বহিরাগত যুবক এসে আক্রমণ চালায় অন্য ছাত্র ছাত্রীদের ওপরl তারা প্রতিরোধ করলে শুরু হয়ে যায় দু’পক্ষের বচসা তারপর যাবার পথে অভিযোগ বহিরাগত ঐ ছাত্ররা স্থানীয় দোকানে ঢুকে ভাঙচুর করেl ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের জিনিসপত্র l অভিযুক্তরা মারধর করে স্থানীয়দেরও l এই ঘটনায় আহত হয় দুজন l প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্তদের ধরার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেl ঘটনাস্থলে পুলিশ এলেও এখনো অভিযুক্তরা অধরাl স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছেl
Views: 3166