নিজস্ব প্রতিনিধি, হুগলি- জেলা স্তরে খেলাধুলা উন্নতির লক্ষ্যে নতুন দায়িত্ব গ্রহণ করলেন বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। হুগলি জেলা তৃণমূল স্পোর্টস সেলের সভাপতি হলেন তিনি। রবিবার তৃণমূল স্পোর্টস সেলের রাজ্য সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়, সুবীর বাবুর হাতে তুলে দিলেন নতুন এই দায়িত্ব। সুবীর ঘোষ বলেন খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ ফুটবল, ক্রিকে্ হকি, টেবিল টেনি্ কিংবা,সাঁতারের ক্ষেত্রে এই জেলার অন্যতম ভূমিকা রয়েছে। রাজ্য থেকে জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে এই জেলার খেলোয়াড়রা বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে।সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করাই হবে আমার প্রথম লক্ষ্য। পাশাপাশি তাঁর দাবী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের মত এই জেলাতেও খেলাধুলার মান উন্নয়নের আজ করে চলেছে, সেই ধারা অব্যাহত রাখতে জেলার ক্রীড়া অনুরাগীদের সাথে নিয়ে চেষ্টা করব খেলাধুলার উন্নতিতে।তাঁর এই নতুন দায়িত্বে খুশি জেলার ক্রীড়া সংগঠকরা।
Views: 234