নিজস্ব প্রতিনিধি, চন্দননগর-পুরনিগমগুলির ভোটের ঘোষণা হতেই তৎপরতা বাড়লো হুগলী জেলায়l এই জেলায় একমাত্র পুর নিগম চন্দননগর,যার নির্বাচন আগামী ২২শে জানুয়ারীlচন্দননগর পুরনিগমের মোট আসন সংখ্যা ৩৩টি। একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরনিগম ২০১০ সালে তৃণমূল দখল করে। ২০১৫সালে ২য় বার দখল করার পর শুরু থেকেই গোষ্ঠীকোন্দল নিয়ে চাপানউতোর শুরু হয় পুরনিগমে। দুবছরের মধ্যেই পুরনিগমের বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। তারপর আবার নির্বাচন হবে এই পুরনিগমে। চন্দননগরের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী জানান তৃণমূলের উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবেl যদিও বাম নেতাদের দাবি তৃণমূল ক্ষমতায় থেকে এই পুরসভার মানুষকে বঞ্চিত করেছে, এবারে যোগ্য জবাব দেবে মানুষl বিজেপির দাবি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে পুরনিগমের দখল আমরাই করবl স্বাভাবিকভাবেই এখন সকলের নজর রয়েছে চন্দননগর পুরনিগমের নির্বাচনে।
Views: 138