নিজস্ব প্রতিনিধি, চন্ডীতলা-একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুনের অভিযোগl সোমবার হুগলীর চন্ডীতলার নৈটি এলাকার ঘটনা l মৃতদের নাম সঞ্জয় ঘোষ(৪৫)তার স্ত্রী মিতালী ঘোষ(৩৬) ও তাদের মেয়ে শিল্পা ঘোষ(১৭)l অভিযোগ পারিবারিক বিবাদের জেরে তাদের আত্মীয় শ্রীকান্ত ঘোষ কুপিয়ে খুন করে তাদেরlঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । এই ঘটনায় আরেক অভিযুক্ত তপন ঘোষ কে গ্রেফতার করেছে পুলিশl মূল অভিযুক্ত শ্রীকান্ত পলাতক lপুলিশ জানিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা।ঘটনার পর অভিযুক্তর বাড়ি ভাংচুর করে স্থানীয়রা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেlউল্লেখ্য গত ২রা অক্টোবর সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে খুন করে তাদেরই এক আত্মীয়।ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেl সোমবার চন্ডীতলায় সেই একই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীl
Views: 1292