নিজস্ব প্রতিনিধি,হুগলি-বাড়িতে কিংবা দোকানে চুরি আটকাতে তালা দেওয়া হলেও পানীয় জলের কলে তালা হয়তো কমই দেখা যায়। কিন্তু পুরসভার রাস্তায় থাকা খাবার জলের কলে তালা দিয়ে সেই অভিনব ঘটনাটি ঘটিয়েছে হুগলির বৈদ্যবাটী পুরসভার একাংশের মানুষ। অভিযোগ এই পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মরাদান এলাকার জিটি রোডের পাশে রয়েছে একটি টাইম কল, গ কয়েকদিন সেই কলে হটাৎ তালা দেখে বিস্মিত অনেকেই। অভিযোগ কেউ বা কারা এই ভাবে তালা লাগিয়ে দেওয়ার ফলে একাংশের বাসিন্দারা কলটি ব্যবহার করতে পারছে না । কারণ যারা তালা লাগিয়েছে প্রয়োজনে তারাই একমাত্র কল খুলে জল ব্যবহার করতে পারবে। যদিও স্হানীয় ব্যবসায়ীদের অভিযোগ এই এলাকায় নিকাশী ব্যবস্থা ঠিইকমত যেমন নেই তেমনই কল ব্যববহার করার পর অনেকেই কটি বন্ধ না করার কারণে জল পড়তে থাকে ফলে রাস্তার ক্ষতি হয় তাই এই ব্যবস্থা।কথায় আছে জলই জীবন, কিন্তু সেই জলই যন্ত্রণা হবে এমনটা মানুষ ভাবেনি।তাই ব্যবসায়ীদের এই আচরণে সমস্যায় পরেছে একাংশের মানুষ, বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানতে পেরে বৈদ্যবাটী পুরসভার প্রশাসক অরিন্দম গুঁইন জানান আমি শুনলাম এবং ছবি দেখলাম। এটা আমার জানা ছিল না। বিষয়টা আমি দেখছি। সরকারি জায়গায় কল কে বা কারা তালা মেরেছে সেটা খোঁজ নিয়ে দেখা হবে। আমরা আইনত ব্যবস্থা নেবো।তালামুক্ত কল ব্যবহারের অপেক্ষাতেই এখন স্থানীয়রা।
Views: 658