নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে অজান্তে পরিচিতদের কাছে চলে যাচ্ছে অপ্রীতিকর মেসেজ, কারন মোবাইলটা নিজেই স্বয়ংক্রিয় হয়ে উঠছে। শুধু তাই নয় ঘরের মধ্যে যা যা আসবাবপত্র রয়েছে তার তথ্য যেমন মোবাইলে উঠছে তেমনই পাঁচ বছর আগে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার তথ্য উঠে আসছে মোবাইলে এমনকি ঘরে কি কি রান্না হচ্ছে বা ঘরের কোন আতিথি এলে তাদেরও তথ্য উঠে আসছে মোবাইলে। অদ্ভুত এই কান্ডে এখন রীতিমত আতঙ্কিত হুগলির চুঁচুড়ার বঙ্কিম কাননের ওষুধ ব্যবসায়ী সুশান্ত চ্যাটার্জির পরিবার। স্ত্রী সুনন্দা চ্যাটার্জি ও একমাত্র সন্তান সপ্তম শ্রেণীর ছাত্রকে নিয়ে তাদের সুখের সংসার কিন্তু গত কয়েক দিনে এই ভৌতিক কান্ডে আতঙ্কিত এই পরিবার। সুশান্ত বাবু জানান প্রথম অবস্থায় মোবাইল হ্যাক কিংবা ভাইরাস সমস্যা ভেবে বদলেছি মোবাইল এবং সিম কিন্তু তাতেও সমাধান হয়নি ফলে বাড়ছে আতঙ্ক। এমনকি তার ব্যাংকে কত টাকা গচ্ছিত আছে কিংবা বাড়ির গ্যারেজে কি রং এর গাড়ি আছে সব তথ্য মোবাইলে ভেসে উঠছে। সুশান্তবাবু ইতিমধ্যেই চন্দননগর কমিশনারেটে সাইবার ক্রাইম এ অভিযোগ জানিয়েছেন কিন্তু সেখান থেকে কোনো সুরাহা না আসায় আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। স্বামী, সন্তান নিয়ে গত কয়েকদিনের এই ভৌতিক ঘটনায় আতঙ্কিত তার স্ত্রী। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির যুগে মোবাইলে ভাইরাস কিংবা হ্যাক হবার ঘটনা প্রায়ই ঘটছে কিন্তু বাড়িতে কি আসবাবপত্র আছে কিংবা কি রান্না হচ্ছে তা জানা কিভাবে সম্ভব ? তাহলে সত্যিই কি কোন ভৌতিক কান্ড না অন্য কিছু এই উত্তরই খুঁজে বেড়াচ্ছে চ্যাটার্জি পরিবারসহ স্থানীয়রা।
Views: 1665