নিজস্ব প্রতিনিধি,ডানকুনি-কলকাতার খুব কাছেই হুগলি জেলার অন্যতম শহর ডানকুনি। যে শহরের মাঝখান দিয়ে চলে গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে,দিল্লি রোডের মত দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অথচ সেই শহরের একটা অংশের বাসিন্দারা গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ডানকুনি পুরসভার ১৫,২০ নম্বর ওয়ার্ডের মত কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। যে ওয়ার্ড গুলিতে কয়েকশো পরিবার বসবাস করলেও বাড়ির বাইরে বের হতে না পারায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ প্রশাসনিক উদাসীনতার কারণেই বছরের পর বছর এই জল যন্ত্রনায় তাদের জীবন নরক যন্ত্রনায় পরিনত হয়েছে। তাদের দাবী টানা কয়েকদিন বৃষ্টি হলেও ডানকুনির দক্ষিণ স্টেশন পল্লী, সারদার পল্লীর মত এলাকাগুলির অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা, কর্মসংস্থানে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বাসিন্দাদের বাইরে বের হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে এরই পাশাপাশি তারা আতঙ্কিত এই জমা জল থেকে অন্য কোন রোগের সৃষ্টির আশঙ্কায়। ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র জানান এই সমস্যার কথা পুরপ্রধান, বিধায়ক এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি তাই ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার উন্নয়নের দায়িত্বে থাকা কেএমডিএ কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি ফলে বাধ্য হয়েই বাসিন্দাদের এইভাবে জলযন্ত্রণায় কষ্ট পেতে হচ্ছে। ডানকুনি পুরসভার পুর প্রশাসক হাসিনা শবনম জানান তারা এই সমস্যার কথা জানে কিন্তু তাদের কিছু করনীয় নেই। এই এলাকাগুলি উন্নয়ন করার দায়িত্বে থাকা কেএমডিএ কর্তৃপক্ষকে তারা জানিয়েছে।ইতিমধ্যেই এই এলাকার উন্নয়নের জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কিন্তু নির্বাচন এবং লকডাউন পরিস্থিতির কারণে তা ব্যাহত হচ্ছে, তবে তিনি আশাবাদী দ্রুত কাজ শুরু হবে। যদিও পুরসভার এই আশ্বাস দীর্ঘদিনের এই জলযন্ত্রণা থেকে সত্যিই কোন মুক্তির পথ দেখায় কিনা তারই অপেক্ষায় স্থানীয়রা।
Views: 560