নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি-কোভিড সংক্রমনে বিপর্যস্ত এবং “ইয়াস”-ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এগিয়ে এলো হুগলির বৈদ্যবাটির বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাl গত ১৮ই জুন, শুক্রবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের হাতে তুলে দেওয়া হলো একটি চল্লিশ হাজার টাকার চেক,”ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি ফান্ডের” জন্যl পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় নবনির্বাচিত বিধায়ক অরিন্দম গুইন কেl বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর নাথ ঘোষাল জানান দুর্গত মানুষদের পাশে থাকতে আমাদের এই উদ্যোগl বিধায়ক অরিন্দম গুইন জানান বর্তমান এই কঠিন পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের এই ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়l স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়া এবং অভিভাবকেরাl
Views: 200