নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বাংলায় গত কয়েকদিনে কোভিড সংক্রমণের হার নিম্নমুখী, একইসাথে কমেছে মৃত্যু সংখ্যার হার। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক শেষে বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১লা জুলাই পর্যন্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। যদিও লোকাল ট্রেন, বাস আপাতত না চললেও সরকারি-বেসরকারি অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এই বিধিনিষেধের নিয়মে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী ১৬ই জুন থেকে কার্যকরী হওয়া বিধিনিষেধে ছাড় পাওয়া ক্ষেত্রগুলি-
১)-২৫”শতাংশ নিয়ে চলবে সরকারি অফিস।
২)-১০থেকে বিকাল ৪টে পযন্ত বেসরকারি অফিস খোলা থাকবে।
৩)-সকাল ৭টা” থেকে ১১টা”পযন্ত খোলা থাকবে দোকান ,বাজার ।
৪)-৫০শতাংশ কর্মী নিয়ে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁ, হোটেল, বার।
৫)-সকাল ১১টা’থেকে সন্ধ্যা ৬টা’পযন্ত অন্য দোকান খোলা থাকবে।
৬)-মলে ৩০”জনের বেশি লোক ঢুকতে পারবে না।
৭) প্রাতভ্রমনকারীদের অবশ্যই টিকা নিতে হবে।
৮)দর্শক শূন্য আসন নিয়ে স্ট্রেডিয়াম খেলা হবে।
১০) -বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
১১)-৫০”জনকে নিয়ে শুটিংয়ের অনুমতি ।
১২)-ভ্যাকসিন নিলে তবেই পার্কে ঢুকতে পারবেন।
১৩)-স্ট্রাফ ও স্পেশাল ট্রেন ছাড়া অন্য কোন ট্রেন চলবে না।
১৪)- মেট্রো,বাস বন্ধ
Views: 431