নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-ফুটবল, ক্রিকেট কিংবা টেবিল টেনিস খেলা গুলির মতোই খেলাধুলার জগতে অন্যতম সাঁতার। শরীর চর্চার ক্ষেত্রে এই সাঁতার অত্যন্ত জনপ্রিয়। সেই সাঁতারের নতুন দিশায় শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাব। শহরের অত্যন্ত পরিচিত এই ক্লাবের নতুন সেশন শুরু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল ২০২৫ থেকে।

রবিবার এই প্রস্তুতির সূচনা হিসাবে সাঁতারু,কোচ এবং ক্লাবের কর্মকর্তাদের সম্বর্ধনার মধ্যে দিয়ে শুরু হলো নতুন সেশানের সাঁতারের প্রশিক্ষণের তৎপরতা। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠান সেজে ওঠে নতুন আঙ্গিকে।

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল বোস, ভাস্কর ভট্টাচার্য, চিকিৎসক বনমালী ভড়,বিখ্যাত সাঁতারু ইলা পাল,ক্লাবের যুগ্ম সম্পাদক সুখেন কর্মকার, কৌশিক চ্যাটার্জী সহ সমাজের বিশিষ্টরা।

এদিনের অনুষ্ঠানে সফল সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা,একইভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। ক্লাবের সহ-সম্পাদক কৌশিক চ্যাটার্জি জানান নতুন সেশানের সাঁতার শুরু হওয়ার আগে প্রশিক্ষক এবং সাঁতারুদের উৎসাহিত করতেই তাঁদের এই ভাবনা।

পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যেই এই ক্লাব থেকে সফল ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত প্রতিযোগিতায় সফল হয়েছে।

আমাদের লক্ষ্য আগামী দিনে ছাত্র-ছাত্রীরা এই সাঁতার প্রশিক্ষণ নিয়ে সফল হবে জাতীয় স্তরে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি জাতীয় স্তরে সাফল্য পাওয়া সাঁতারুরা।
Views: 15