নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-আইএস সি-র দ্বাদশের ফলে দেশের মধ্যে তৃতীয় হয়ে অবাক করে দিলেন শ্রীরামপুরের হোলি হোম স্কুলের ছাত্রী মেহেলি ঘোষ। ৯৯.২৫ নাম্বার পাওয়া এই ছাত্রীর সাফল্যে বিস্ময়ে তার স্কুলের সহপাঠী থেকে প্রতিবেশীরা। হুগলির ডানকুনির ভাদুয়া এলাকার বাসিন্দা অজিত ও দীপা ঘোষের একমাত্র মেয়ে মেহেলি।অজিতবাবু কাজ করতেন ডানকুনির একটি ব্যাটারি তৈরির কারখানায় কিন্তু কারখানাটিতে আগুন লাগার পর তিনি বেকার হয়ে পড়েন। আত্মীয়দের সহযোগিতায় মেয়ের কষ্টের মধ্যে পড়াশুনা। মেহেলি জানিয়েছেন ভবিষ্যতে তার ইচ্ছা ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করা ।মেয়ের সাফল্য এ খুশি তাঁর বাবা-মা।মেহেলির পাশাপাশিই তার স্কুলে আরো কয়েকজন ছাত্র ছাত্রীর সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ। হোলি হোম স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রানী মুখোপাধ্যায় জানিয়েছেন প্রতি বছর আমাদের এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে করে, এবং এই স্কুলের কৃতি ছাত্র ছাত্রীরা আজকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন জায়গায় রয়েছেন।
শুধু দেশে নয় দেশের বাইরেও আমাদের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা সম্মানের সঙ্গে কর্মজীবনে রয়েছেন। পাশাপাশি তিনি জানান মেহেলির ইচ্ছা ডাক্তারি পড়ার যদিও সেক্ষেত্রে তার কোন সমস্যা হবে না, স্কুল থেকে তাকে যথাসাধ্য আর্থিকভাবে সাহায্য করা হবে। একইসাথে তিনি জানান গত ৩৭ বছর ধরে শিক্ষাক্ষেত্রে পরিষেবা দিয়ে আসছে আমাদের স্কুল ।লক্ষ্য একটায় প্রকৃতভাবে মানুষ তৈরি করা। তাই অতিমারির সময়ও যখন অধিকাংশ ছাত্রছাত্রী যারা স্কুলের ফিজ জমা করতে পারেনি তাদের কাউকেই আমরা বঞ্চিত করিনি। কাউকে আমরা স্কুল থেকে সরিয়ে দিইনি। যথাযথ সম্মানের সঙ্গে তারা আজকে পড়াশোনা করছেন। তার আশা আগামী দিনেও আমাদের এই স্কুল থেকে আর অনেক কৃতি ছাত্র-ছাত্রী সমাজে প্রতিষ্ঠা হবেন এবং আমাদের এই স্কুলের নাম উজ্জ্বল করবে।স্কুলের এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকারা।
Views: 958