নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-হুগলির শ্রীরামপুর পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে অন্যতম ২৬ নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের বিদায়ী পুরসদস্য রাজীব দত্ত। যিনি এবারেও এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কে প্রচারের হাতিয়ার করে শেষদিনের প্রচারেও ঝড় তুলল রাজীব দত্ত। মূলত এলাকার বাড়ি বাড়ি প্রচার করে মানুষের আশীর্বাদ নিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই এলাকায় উন্নয়নমূলক কাজ হলেও মূল সমস্যা নিকাশি ব্যবস্থা, যার কারনে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে ভোটবাক্সে যদিও রাজীব দত্ত জানান নিকাশি ব্যবস্থার সমাধানে ইতিমধ্যেই পুরসভা উদ্যোগ নিয়েছে, আগামী দিনে তা দ্রুত সমাধান হবে। একই সাথে গৃহ নির্মাণ প্রকল্প, রাস্তাঘাট,পানীয় জলের উন্নয়ন হয়েছে,তেমনই সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে সারা বছর কাজ করেছি।পাশাপাশি কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি স্বাভাবিকভাবেই আশাবাদী এবারেও জয়ী হব। এই ওয়ার্ডে তৃণমূলের পাশাপাশি বিজেপির এবং ২ নির্দল প্রার্থী রয়েছে। বিরোধীদের দাবি শাসকদল সার্বিক উন্নয়নের প্রচার করলেও সে অর্থে ওয়ার্ডে কিছুই হয়নি, মানুষ এর জবাব দেবে।স্বাভাবিকভাবেই এই ওয়ার্ডের ফলাফলের দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
Views: 209