নিজস্বপ্রতিনিধি,হুগলি- যুগের সাথে তাল মিলিয়ে ব্যস্ত সমাজ জীবন। মোবাইল, ইন্টারনেটের হাত ধরে বিশ্ব এখন হাতের মুঠোয়। কোভিড পরিস্থিতিতে সেই তৎপরতা আরও বেড়েছে স্কুল জীবনে। এরইমধ্যে বহুদিন পর দেবী সরস্বতীর আরাধনায় সারা বাংলার মতই মেতে উঠেছে হুগলির বাড়ি থেকে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেl রং বেরঙের পোশাকে ছাত্র-ছাত্রীরা বহুদিন পর যোগ দেয় স্কুলের সরস্বতী পুজোর উৎসবে। পুষ্পাঞ্জলির পাশাপাশি ছোটদের “হাতে খড়ি” দেবীর উৎসবের অন্যতম। যদিও ডিজিটাল প্রযুক্তির যুগেও শিশুদের হাতে খড়ির সূচনা সবাইকে ফিরিয়ে নিয়ে আসে ছেলেবেলার দুনিয়ায়, তাই বাড়িতে,স্কুলে কিংবা পাড়ার পুজো মণ্ডপে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণের পাশাপাশি “হাতে খড়ি”র সূচনা হয়ে উঠল অন্যতম উৎসব। ছাত্র-ছাত্রী কিংবা অভিভাবক সকলেরই একটাই প্রার্থনা সংক্রমণ পরিস্থিতি মুক্ত করে পরিস্থিতি হোক স্বাভাবিক।
Views: 65