নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-স্নাণযাত্রার পর নবযৌবন উৎসব।শনিবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল সেই উৎসব এবং এদিনই ভক্তদের জন্য ফের দরজা খুললো মন্দিরের l আগামী ১২ তারিখে মাহেশের রথযাত্রাlতার আগেই এদিন মন্দিরে পালিত হলো নবযৌবন উৎসব।স্নানযাত্রা দিন প্রভুকে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং কবিরাজ এসে সে তার শুশ্রূষা করেন। এরপর মহাপ্রভুর অঙ্গরাগ হয় অর্থাৎ বিগ্রহের নুতন ভাবে রং করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই উৎসব ই হচ্ছে নবযৌবন। শনিবার সকালে বিধি মেনে মন্দিরে বিশেষ পুজো পাঠ হয়। যদিও গতবারের মতো এবারেও রথের দিন বিগ্রহ মাসির বাড়ি যাবে না, তার পরিবর্তে মন্দিরেই তৈরি অস্থায়ী মাসির বাড়িতে রাখা হবে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে। এবং প্রভুর প্রতিভূ হিসেবে নারায়ন শিলা কে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে।এবারে সেই নারায়ণ শিলা যাবে ঘোড়ার গাড়িতে। জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান যেহেতু কোভিড মহামারীর কারণে রথযাত্রা উৎসব বন্ধ তাই রথের টান না হলেও প্রভুর প্রতিভূ হিসেবে নারায়ন শিলা মাসির বাড়ি যাবে ঘোড়ার গাড়িতে। সেইখানেই তিনি নদিন অবস্থান করবেন এবং তারপর উল্টোরথের দিন ফের নারায়ন শিলাকে নিয়ে আসা হবে মূল মন্দিরে। অত্যন্ত ভগ্ন হৃদয়ে এই ভাবেই এখানকার ভক্তরা প্রভুর রথযাত্রা পালন করবে।আমরা আশা করি অচিরেই প্রভুর আশীর্বাদে মহামারী কেটে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে পৃথিবী।একই প্রার্থনা সকল ভক্তদের ।
Views: 1560