নিজস্ব প্রতিনিধি, কোন্নগর-কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণে এগিয়ে এলো কোন্নগরে ছাত্র যুব সংগঠনl রবিবার স্বামী বিবেকানন্দের প্রয়ান দিবস ও বাংলার রুপকার বিধান চন্দ্র রায় এর স্মরনে,এই সংগঠনের উদ্যোগে কোন্নগরে অনুষ্ঠিত হলো ৩৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবিরl যে শিবিরে ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেনl অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, কোন্নগর পুরসভার পুর প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জী, ছাত্র যুব সভাপতি অধীর মুখার্জী,পুর প্রশাসক মন্ডলীর সদস্য গৌতম দাস সহ বিশিষ্টরাl সংগঠনের সভাপতি অধীর বাবু বলেন বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্তের সংকট চলছে, ফলে মুমূর্ষ রোগীরা চরম সমস্যায় পরছেl তাদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগlএকইভাবে উত্তরপাড়ার বিধায়ক এবং কোন্নগরের পুর প্রশাসক রক্তের চাহিদা পূরণে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেনl
Views: 94