নিজস্ব প্রতিনিধি, বলাগড়- বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে ত্রিপল চাওয়াকে কেন্দ্র করে বচসা,তার জেরে সরকারী আধিকারিককে গালিগালাজ ও ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের দুই কর্মাধ্যক্ষর বিরুদ্ধে।হুগলির বলাগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বলাগর ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক সুমন্ত দে’র কাছে ত্রিপল চাইতে যায় বলাগড় পঞ্চায়েত সমিতির সমিতির পূর্ত্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার ও বণ ও ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল। সেসময় সুমন্তবাবু বলেন তিনি সরকারী কাজে সবুজ দ্বীপ যাচ্ছেন। সেখানে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন আসবেন। সেজন্য তাঁদেরকে বিকেলে আসতে বলেন। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ সুমন্ত বাবু দপ্তরে ঢুকতেই সেখানে ওই দুই কর্মাধ্যক্ষ চলে আসেন। এরপর সুমন্তবাবুর সাথে বচসায় জড়িয়ে পরেন। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় সুমন্তবাবুকে। সেই ফুটেজই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যেখানে গালিগালাজের পাশাপাশি সুমন্তবাবুকে মারধরও করতেও দেখা যায়। যদিও সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করিনি আমরা। এদিন রাতেই বলাগড় থানায় অভিযুক্ত দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বলাগড় ব্লক প্রশাসন। এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব জানান ঘটনাটি শুনেছি। কেউ আইনের উর্দ্ধে নয়। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ আইন মোতাবেক ব্যাবস্থা নেবে । যদিও ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত দুই কর্মাধ্যক্ষের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভাইরাল হওয়া সেই ভিডিও,যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি বঙ্গভাবনা
Views: 397