নিজস্ব প্রতিনিধি,কলকাতা-আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ শে মে ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং তা পূর্ণশক্তি সঞ্চয় করে পরের দিন অর্থাৎ ২৬ তারিখ দুপুরের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় “যশ”। আজ থেকে ঠিক বছর আগে বাংলায় আছড়ে পড়েছিল “ আমফান”, যার প্রভাবে লন্ডভন্ড হয়েছিল বাংলার বহু এলাকা। সেই ঝড়ের নজরদারিতে কন্ট্রোল রুম খোলা হয়েছিল “নবান্নে”,যার পর্যবেক্ষনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, ঠিক একইভাবে যশের মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, আগামী ২৫ এবং ২৬ মে, সেখান থেকেই রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী, এমনই খবর নবান্ন সুত্রে।যদিও ইতিমধ্যেই যশ এর মোকাবিলায় বাংলা জুড়ে আগাম সতর্কতা নেওয়া হয়েছে।এখন তারই ব্যস্ততায় প্রশাসন।
Views: 214