নিজস্ব প্রতিনিধি,তারকেশ্বর-কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউে বিপর্যস্ত বাংলা, প্রতিদিন সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই বিভিন্ন মন্দির সহ কলকাতার দ্রষ্টব্য স্থান গুলি দর্শনার্থীদের জন্য বন্ধ হয়েছে, এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দিরের দরজা।মূলত নতুন ভাবে সংক্রমণের প্রভাব বিস্তার শুরু হতেই গত ১০ ই এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়,তারপর রাজ্য সরকার পয়লা মে থেকে আংশিক লক ডাউন ঘোষণা করতেই মন্দির কর্তৃপক্ষও সিন্ধান্ত নেয় প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পযন্ত মাত্র তিন ঘন্টা মন্দির খোলা রাখার।কিন্তু মন্দির চত্বরে করোনা সংক্রমণের হদিস মেলায় আগামী কাল অর্থাৎ ৯ ই মে থেকে অনির্দিষ্ট কালের জন্য মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর পুরসভার পুর প্রশাসক স্বপন সামন্ত জানিয়েছেন বাধ্য হয়ে এই সিধান্ত্ব নিয়েছে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ,আবার পরিস্থিতি উন্নতি হলে খুলবে মন্দিরের দরজা, যদিও মন্দিরের পুরোহিতরা করোনা বিধি মেনে প্রতিদিন পুজো করবে।
Views: 285