নিজস্ব প্রতিনিধি,কোন্নগর- দেবী শকুন্তলা কালী, হুগলির কোন্নগরের এই দেবী শুধু হুগলি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের কাছে অন্যতম। বৈশাখ মাসের নির্দিষ্ট দিনে তিথি মেনে সারারাত ধরে পূজিত হন এই দেবী। এবার এই পুজো ১৩২ বছরে পদার্পন করলো, যা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা যদিও এবারেও কার্যত হতাশ ভক্তরা। একইভাবে ২০২০সালে কোন্নগরের শকুন্তলা কালী পুজোর ইতিহাসে ঘটেছিলে প্রথমবার।কারণ কোভিড সংক্রমণের কারণে একইভাবে দেবী পূজিত হয়েছিল ঘটে কিন্তু এবারে ভক্তরা আশা করেছিল ভালোভাবে পুজো দেখবেন তাই মন্দির কর্তৃপক্ষ কয়েকমাস আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল কিন্তু সারা দেশের মত বাংলাতেও উর্দ্ধমুখী সংক্রমনে তাদের প্রয়াস ব্যর্থ হল। অবশেষে কোভিড নিয়ম মেনে শনিবার ঘটেতেই দেবীর পুজো শুরু করলেন মন্দির কর্তৃপক্ষ, যা সারারাত ধরে চলবে।দেবীর কাছে সকলের একটায় প্রার্থনা এই মহামারী থেকে মুক্ত করে সকলকে ভালো রেখো। যদিও ভক্তদের জন্য ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি পুজো দেখার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ,ভক্তদের জন্য থাকলো সেই লিঙ্কটি- https://www.facebook.com/MaaSokuntalaRakshaKaliMata/videos/811721759701138
Views: 1319