নিজস্ব প্রতিনিধি,আরামবাগ-জমিতে চাষ করে ফসল ফলানো যার মূল কাজ,দীর্ঘদিন ধরে যে এই কাজই করে এসেছে। কিন্তু সমাজকে সচেতন করতে গত কয়েক মাস ধরে তার মুল পেশা বদলে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, লক্ষ্য একটায় সমাজকে সচেতন করে এই মারণব্যাধি দূর করে করোনা মুক্ত পৃথিবী তৈরি করা। ইনি হলেন তৃণাঙ্কুর পাল। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায় লাগোয়া যাদবপুর গ্রামের বাসিন্দা তৃণাঙ্কুর একজন কৃষক। নিজের একটুকরো জমিতে চাষ করে তিনি সংসার চালান।কিন্তু বর্তমানে বাড়িতে থাকা স্ত্রী,তিন সন্তান কে ছেড়ে গত কয়েক মাস ধরে করোনা সচেতনতায় নিজে করোনার প্রতিমূর্তি হয় রাস্তায় রাস্তায় প্রচার করছেন মাস্ক পড়ুন,সামাজিক বিধি পালন করুন ঠিকমতো সাবান দিয়ে হাত ধোয়ার কথা। তার দাবী গত কয়েকমাস ধরে এই মারণব্যাধির জন্য প্রতিদিনিই মৃত্যু হচ্ছে আমাদের দেশের নাগরিকের যা আগামীদিনে আর কঠিন পরিস্থিতি হতে চলেছে। তবুও মানুষ অসচেতন ভাবেই জীবনযাপন করছেন যা আগামীদিনে আর বড় বিপদ হতে পারে।হয়তো তখন চিকিৎসকদেরও কিছু করার থাকবে না। তাই আমার সচেতনতার প্রচারে যদি সমাজের কিছু উপকার হয় তাহলে আমার জীবন সার্থক হবে, তাই এইভাবে রাস্তায় প্রচার করে চলেছি।শনিবার সকাল থেকেই আরামবাগের বিভিন্ন প্রান্তে এই সচেতনামূলক প্রচার করেন। তিনি জানান কোনো আর্থিক সহায়তা না পেলেও সমাজকে সচেতন করতে খুব কষ্টের মধ্যে দিয়ে কাজ করে চলেছি,ইতিমধ্যেই তিনি এই সচেতনতার কাজে রাজ্যের বেশ কয়েকটি জেলা ঘুরে বেরিয়েছেন আগামী দিনে এইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি প্রচার করবেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আরামবাগ পুরসভার বিদায়ী পুরপ্রধান স্বপন নন্দী।বাংলা জুড়ে উর্দ্ধমুখী সংক্রমনে তৃণাঙ্কুরের এই প্রচার সফল হোক চাই আরামবাগের স্থানীয়রা।
Views: 175