নিজস্ব প্রতিনিধি,কলকাতা-করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশের মত আছড়ে পরেছে এই বঙ্গে। প্রতিদিন যেমন বাড়ছে কোভিড সংক্রমণে আক্রান্তের সংখ্যা,তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার।সেইমতই শিক্ষা দফতর উদ্যোগ নিয়েছে । নির্দেশিকায় আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি ঠিক হয়েছে যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।একইসাথে নির্দেশিকায় শিক্ষক ও শিক্ষিকাদের স্কুলে আসতে বারণ করা হয়েছে ।রাজ্য সরকারের পক্ষ থেকে একই আবেদন করা হয়েছে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলের কাছেও । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ‘‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হয়েছে।এবিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে মুখ্য সচিবের কথা চলছে।সেইমত পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে আসতে হচ্ছিল ছাত্র ছাত্রীদের এবং বাকিদের ক্লাস হচ্ছিল অনলাইনে।লকডাউনের কারনে প্রায় একবছর বন্ধ থাকার পর স্কুল শুরু হয়েছিল,ফের এই পরিস্থিতিতে স্কুল বন্ধে হতাশ স্কুলের ছাত্র ছাত্রীরা।
Views: 291