নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি-নতুনভাবে কোভিড সংক্রমনের ঢেউ সারা দেশ জুড়ে ঊর্ধ্বমুখী ,সেই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। জানা গেছে এবার থেকে ট্রেন ও রেলস্টেশনে মাস্ক না পরলেই দিতে হবে কড়া জরিমানা।শনিবার ভারতীয় রেল তাদের ট্যুইটারে এক নির্দেশিকা পোস্ট করে জানিয়েছে মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা।আগামী ৬ মাসের জন্য এই নির্দেশিকা বলবৎ থাকবে। একইসাথে রেল ও রেল চত্বরে থুতু ফেললেও ৫০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা করা হয়েছে।কোভিড সংক্রমণ ঠেকাতে বেশ কিছুদিন ধরেই রেল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ করছে।ইতিমধ্যেই ট্রেনে রান্না করে খাবার পরিবেশনের পরিবর্তে তৈরি করা খাবার সরবরাহ করা হচ্ছে পাশাপাশি স্টেশনে কোভিড ১৯ সংক্রান্ত নানা জিনিস বিক্রি করারও সিদ্ধান্তর সাথেই ট্রেনে পর্দা, এসি ক্লাসে কম্বল, বালিশ, চাদর, তোয়ালা দেওয়া আগেই বন্ধ করা হয়েছে।কিন্তু ইদানিংকালে অনেক যাত্রী ঠিকমত নিয়ম বিধি মানছিলেন না বলেই অভিযোগ,সেই কারণেই জরিমানার এই সিধান্ত্ব্ব বলে মনে করা হচ্ছে।
Views: 335