নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া-রাস্তায় যত লোক দেখছেন এরা আমার কেউ ভক্ত নয়, সরকারের প্রতি আক্রোশ দেখাচ্ছেন কারন হৃদয় দিয়ে আমি ভালোবাসি পশ্চিমবঙ্গ কে, আর তারাও আমাকে ভালোবাসেl বক্তা অভিনেতা মিঠুন চক্রবর্তীl বৃহস্পতিবার চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে একটি রেলিতে অংশগ্রহণ করে মিঠুন চক্রবর্তীl হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে শুরু হওয়া এই রেলি শেষ হয় ব্যান্ডেলেlঅভিনেতা মিঠুন চক্রবর্তী কে দেখার জন্য স্থানীয়রা ভিড় করেন। হুগলির সাংসদ লকেট চ্যাটার্জিকে এবারে চুঁচুড়ায় প্রার্থী করেছে দল। স্বাভাবিক ভাবেই তারকা প্রার্থী লকেটের হয়ে বিজেপির শীর্ষ নেতারা প্রতিনিয়ত আসছেন। কারন গত লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে কুড়ি হ্হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন তাই এবারের নির্বাচনে এই আসনটি পেতে পেতে মরিয়া বিজেপি।যদিও গত দুবারের এই কেন্দ্রের বিধায়ক আসিত মজুমদার জানান গত দশ বছরে এই এলাকায় তারা মানুষের সাথে আছেন,সেই উন্নয়নের জেরেই এবারেও এই কেন্দ্রে জয়ী হবে তৃনমূল।
Views: 24