নিজস্ব প্রতিনিধি-বঙ্গের বিধানসভা নির্বাচনের যুদ্ধ শুরু হলো শনিবার সকাল থেকে।৮ দফা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে পাঁচটি জেলার ভোট গ্রহণ চলছে। এদিন রাজ্যের জঙ্গলমহলের পাঁচ জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়ার ৩০ টি আসনের ভোট দানের কাজ চলছে। গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যানে দেখা যায় এই কেন্দ্রগুলিতে বিজেপি ভালো ফল করেছিল, স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস এর সাথে বিজেপির মুল লড়াই হতে চলেছে, যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ সকালের দিকে মেদিনীপুরের দক্ষিন কাঁথির একটি বুথে তৃণমূলের চিহ্ন তে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপির দিকে ,ফলে এই বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ মানতে চায়নি।জানা গেছে প্রথম দফা নির্বাচনে ৫৫৯ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি ভোট প্রক্রিয়া সুষ্ঠভাবে করতে কমিশন কড়া নজর রাখছে একইভাবে সাধারণ মানুষ চায় ভোট হোক শান্তিপূর্ণভাবে।
Views: 27