নিজস্ব প্রতিনিধি,হুগলি-নিজের দলের সাংসদ ও বিধায়ক কে চোর বলার অভিযোগ উঠলো তৃণমূলের হুগলি জেলা সভাপতি তথা পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব lঅভিযোগ গত মঙ্গলবার হুগলির পুরশুরার তার প্রচারে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পরে,কারণ তাদের দাবী এলাকায় উন্নয়ন হয়নি পাশাপাশি বিধায়কের দেখা পাওয়া যায় না, তখন তাদের ক্ষোভ প্রশমিত করতে গিয়ে প্রাথী দিলীপ যাদব কে বলতে শোনা যায় আমি নুরুজ্জামানের মতো চোর নয়, আমি অপরূপার মতো চোর নয় অর্থাৎ নুরুজ্জামান পুড়শুড়ার বিদায়ী বিধায়ক ও অপরূপা আরামবাগ লোকসভার সাংসদl খোদ দলের বিধায়ক এবং সংসদকে চোর বলায় এলাকায় শুরু হয়েছে জল্পনা যদিও এ বিষয়ে দিলীপবাবু কিছু বলতে না চাইলেও আরামবাগের ব্লক সভাপতি স্বপন নন্দী জানান এ বিষয়ে দলের উর্দ্ধতন কর্তৃপক্ষ যা বলার বলবে অন্যদিকে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার জানান কেন তিনি একথা বলেছেন তার জবাব তাকেই করতে হবেl অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গনেশ চক্রবর্তী বলেন তৃণমূলের কে সাধু আর কে চোর তানিয়ে ওদের নিজেদের মধ্যেই লড়াই চলছে,এর জবাব আগামীদিনে মানুষ ভোট বাক্সে দেবে।লোকসভার নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও এবারে শেষ হাসি কে হাসে তার অপেক্ষায় স্থানীয়রা ।
Views: 80