সংবাদদাতা-হাসপাতাল কিংবা ল্যাবরেটরিতে যাওয়ার হয়তো আর দরকার পরবে না, বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেই করতে পারবেন কোভিড পরীক্ষা, তেমনই ইঙ্গিত দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(আই সি এম আর)। মূলত পুনের একটি ল্যাবরেটরি তৈরি করেছে এইCoviSelfTM (PathoCatch) COVID-19 OTC Antigen LF ডিভাইস অ্যাপটি।এই অ্যাপটি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং তারপর বাড়িতে বসেই পাড়ার দোকান থেকে কিনতে পাওয়া কিটের মধ্যে থাকা স্ট্রিপের মাধ্যমে পরীক্ষা করা যাবে,যার দাম পড়বে ২৫০ টাকাl তারপর তার একটি ছবি তুলে মোবাইলে থাকা অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। যা সরাসরি চলে যাবে আই সিএম আরের কোভিড ১৯ টেস্টিং পোর্টালে। সেখানেই সম্পূর্ণভাবে গোপনীয়তার সাথে সংরক্ষিত থাকবে আপনার তথ্য। এবং তারপর নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা পাঠিয়ে দেবে রিপোর্ট। এর ফলে হাসপাতাল এবং ল্যাবরেটরি গুলিতে ভিড় অনেকটায় কমবে বলে মনে করা হচ্ছে। যদিও আইসিএমআর জানিয়েছে যাদের কোভিডের উপসর্গ রয়েছে কিংবা যারা কোভিড রোগীর সংস্পর্শে এসেছেন তাদেরই এই পরীক্ষা করা উচিত। অন্যদের অযথা এই পরীক্ষা না করায় ভালো।
Views: 554