নিজস্ব প্রতিনিধি,কলকাতা-কোভিড সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছে সারা দেশে। প্রতিদিন যেমন বাড়ছে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা,তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। যার প্রভাব পড়েছে এই বাংলাতেও,এরই মধ্যে বাংলায় চলছিল ভোটযুদ্ধ।সেই ভোট শেষ হবার পরই কড়া নিয়ন্ত্রণবিধি জারি করল রাজ্য সরকার।শুক্রবার জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে শপিং মল, রেস্তোঁরা, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল। একইসাথে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত।পাশাপাশি প্রতিদিন দোকান,বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত।যদিও এই নির্দেশে ছাড় দেওয়া হয়েছে জরুরী পরিষেবা ও মুদিখানার দোকান কে।পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে বিধি ভাঙলে দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
Views: 231