নিজস্ব প্রতিনিধি,কলকাতা-দেশের বিভিন্ন প্রান্তের মত বাংলাতেও উর্দ্ধমুখী করোনা সংক্রমণ। এরই মধ্যে রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলায় তা আরো ভয়াবহ আকার নিছে বলে অভিযোগ বঙ্গবাসীর।প্রতিদিন সংক্রমনে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তা নিয়ন্ত্রণ করতে রবিবার নবান্নের তরফে জারি করা হয়েছে ১০ দফা নির্দেশিকা।এই নির্দেশিকা লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।মুলত এই নির্দেশিকায় থাকছে-
১)বাজারে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি মানতে হবে। ২)বাজারগুলিতে স্যানিটাইজেশনের কাজ করতে হবে৷ ৩)জনসমাগম হয় এমন সব জায়গায়, গণপরিবহণে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব বিধি মানতে হবে। দূরত্ববিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নজরদারি চালাতে হবে৷ ৪)সরকারি ,বেসরকারি সব অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য কমপ্লেক্সে সপ্তাহে অন্তত একবার স্যানিটাইজেশনের কাজ করতে হবে।৫)দোকান, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজের সময় ভাগ করে দিতে হবে,যাতে একসঙ্গে বেশি মানুষের ভিড় না হয়। ৬) রাজ্য সরকারি অফিসগুলিতে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে প্রতিদিন কাজ চালাতে হবে৷ কর্মীদের রোটেশন পদ্ধতিতে অফিসে আনতে হবে৷ ৭)বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও যত বেশি সম্ভব কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা কার্যকর করতে হবে।৮)কর্মীরা মাস্ক পড়ছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন ও স্যানিজাইজার ব্যবহার করছেন- কর্মস্থলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তা নিশ্চিত করতে হবে। ৯)স্টেডিয়াম এবং সুইমিং পুলগুলিতে আগের গাইডলাইনই মানতে হবে৷১০)শপিং মল, মাল্টিপ্লেক্স, হোটেল, রেস্তোরাঁতে আগের মতোই প্রবেশ এবং বাইরে যাওয়ার পথে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক৷
Views: 680