নিজস্ব প্রতিনিধি, হুগলি-হুগলি জেলার ১৮টি বিধানসভার মধ্যে অন্যতম চাঁপদানি বিধানসভা, সেই বিধানসভা এলাকাতেই আফিমের চাষ হচ্ছে সরকারি মদতে। অভিযোগ তুললেন এই কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী দিলীপ সিং।শনিবার তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে, সেখানেই দাবি করেন এই বিধানসভার অন্তর্গত পিয়ারাপুর এলাকায় আফিম চাষ হচ্ছে সরকারি মদতে এবং তার তদন্ত চেয়ে তারা প্রশাসনিক আধিকারিকর কাছে চিঠি দিতে চলেছেন একইসাথে তার অভিযোগ তৃনমূল এখানে সব কিছু শেষ করে দিয়েছে স্বাভাবিকভাবে তারাই বাংলায় ক্ষমতায় আসছে। বিজেপি প্রার্থীর এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো জল্পনা বেড়েছে কারণ আফিম চাষ করতে হয় সরকারি নির্দেশ মেনে যদিও এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন দাবি করেন বিজেপি প্রার্থী জেনে গেছে এই কেন্দ্রে তারা নিশ্চিতভাবে হারছে তাই তৃণমূলকে অপদস্ত করার জন্য উল্টোপাল্টা বকছে যদি নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না, আমরাই বিপুল ভোটে এই আসন থেকে জিতবো। মিনি ভারত বর্ষ নামে পরিচিত এই বিধানসভার এলাকায় কেন্দ্রের বিদায়ী বিধায়ক ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান যিনি এবারও সংযুক্ত মোর্চার হয়ে এই কেন্দ্র থেকে লড়াই করছেন। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের লড়াইে শেষ হাসি কারা হাসে তার দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
Views: 27