নিজস্ব প্রতিনিধি, কোন্নগর- হুগলির উত্তরপাড়ার বিধানসভায় এবারের তৃণমূল প্রাথী অভিনেতা কাঞ্চন মল্লিক।ইতিমধ্যেই তার প্রচারে এই বিধানসভা এলাকার বেশ কিছু দেওয়াল লিখনের কাজ শেষ করেছে তৃনমূল কর্মীরা। কিন্তু বুধবার এই বিধানসভার অন্তর্গত কাঁসারি পুকুর এলাকায় কাঞ্চনের সমর্থনে লেখা বেশ কয়েকটি দেওয়ালে কে কারা গোবর লেপে দেবার অভিযোগ তৃনমূল কর্মীদের ফলে এই ঘটনায় এলাকায় শুরু হয়ে যায় চাঞ্চল্য। স্থানীয় এক তৃণমূল নেতার অভিযোগ এই কাজ বিরোধী বিজেপি কর্মীদের। পরে ঘটনাস্থলে পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্মীরা আসেন, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে, অন্যদিকে স্থানীয় এক মাসিমা বলেন গোবর শুভ জিনিস,সেক্ষেত্রে কাঞ্চনের ভালো হবে যদিও মাসিমার এই ভবিষ্যতবাণীর ফল জানতে কাঞ্চন বাবুকে অপেক্ষা করতেই হবে নির্বাচন কমিশনারের ঘোষিত ২র মে এর ফলাফলের ঘোষণায়।
Views: 21