নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-৬২৬ বছরের রথযাত্রা ফের পালিত হবে ধুমধাম সহকারেl গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল দেশের ঐতিহাসিক মাহেশের রথযাত্রাl সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার রথ যাত্রার প্রস্তুতিও শুরু হয়ে গেছেl বৃহস্পতিবার মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড এক সাংবাদিক সম্মেলন করে জানান প্রাচীন ঐতিহ্য মেনেই এবারে প্রভু জগন্নাথ, বলরাম,সুভদ্রা মাসির বাড়ি যাবেl
ট্রাস্টি বোর্ড কমিটির আশা এবারের মাহেশের রথে ১০ লক্ষাধিক ভক্তের সমাগম হবে,তবে গত কয়েক সপ্তাহ আগে পানিহাটিতে দণ্ড উৎসবে যে দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং যার ফলে কয়েক জনের প্রাণ গিয়েছিল সে কথা মাথায় রেখে জেলা প্রশাসন এবং জগন্নাথ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে রথযাত্রায় আগত যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।তাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন মাহেশের রথ চত্বর ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরাl ছিলেন শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস,এসিপি শুভতোষ সরকার সহ অন্যান্য আধিকারিকরাl একই সাথে একমাস ব্যাপী রথের মেলার জন্য তৎপর কমিটিl
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক পিয়াল অধিকারী, বোর্ডের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, পুরসদস্য অসীম পন্ডিত সহ বিশিষ্ঠরাl পিয়াল অধিকারী জানান স্নানযাত্রার পর ভক্তদের জন্য মন্দির ফের খুলছে ২৯ শে জুন, প্রথা মেনে রথযাত্রা হবে ১লা জুলাই। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পর রথযাত্রার আবহে ফেরার খবরে খুশি ভক্তরা l
Views: 201