নিজস্বপ্রতিনিধি,রিষড়া- এক বহুতল আবাসন থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ। হুগলির রিষড়ার পোস্ট অফিস চত্বরের ঘটনা। মৃতের নাম মিনতি রানী ঘোষ(৬০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যয় রিষড়া পোস্ট অফিসের কাছে জিটি রোড লাগোয়া একটি আবাসনের ছাদ থেকে জিটি রোডের উপর পড়ে যান বৃদ্ধা। এক বিকট শব্দ শুনে ছুটে আসে স্হানীয় বাসিন্দারা, তারা দেখেন রাস্তায় পড়ে রয়েছেন বৃদ্ধা।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবরে এলাকায় ভীড় জমে যায়।মৃতের ছেলে চন্দন ঘোষ জানান তারা তিন তলায় থাকেন।শব্দ পেয়ে তারাও বাইরে বেরিয়ে আসেন।কি হয়েছিল তা জানেন না।ঘটনার খবর পেয়ে হাজির হয় রিষড়া থানার পুলিশ।আবাসনের ছাদ থেকে বৃদ্ধার হাওয়াই চটি উদ্ধার করে পুলিশ। যদিও উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছাদ থেকে বৃদ্ধা কিভাবে পড়লেন তা নিয়ে উঠছে প্রশ্ন, তাহলে এটা কি নিছক দূর্ঘটনা নাকি আত্মহত্যা, সেটায় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Views: 1732