নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- ঐতিহাসিক শহর শ্রীরামপুর, যে শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ডেনিস স্থাপত্য।তেমনিই শ্রীরামপুর কোর্ট প্রাঙ্গণে নতুন রূপে সেজে উঠেছে ডেনিস গভর্মেন্ট হাউস। সেই ভবনেই আগামী শুক্রবার সূচনা হতে চলেছে শ্রীরামপুরের ঐতিহাসিকতা ও স্থাপত্য সংক্রান্ত একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের ও ডেনমার্কের সহায়তায় এই প্রদর্শনী কেন্দ্রের সূচনায় সেজে উঠেছে ডেনিস গভর্মেন্ট হাউস। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী ইন্দ্রনীল সেন,পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন, ডেনমার্কের তরফে বেন্ট উলফ, স্থানীয় সাংসদ ও বিধায়কের পাশাপাশি হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই শ্রীরামপুর শহরে থাকা ডেনমার্কের বিভিন্ন স্থাপত্য সংস্কার হয়ে সেজে উঠেছে নতুনভাবে, তেমনই ডেনিস গভর্মেন্ট হাউসের স্থায়ী এই প্রদর্শনী কেন্দ্রের ফলে উপকৃত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা, নতুন এই উদ্যোগে খুশি শ্রীরামপুরবাসী।
Views: 338