নিজস্ব প্রতিনিধি চন্দননগর-২০১০,২০১৫ সালের পর ফের ক্ষমতায় তৃণমূল। কার্যত বিরোধীদের নিশ্চিহ্ন করে দিয়ে চন্দননগর পুরনিগমের ক্ষমতায় ফের তৃণমূল।৩৩ টি আসন বিশিষ্ট এই পুর নিগমের ৩২ টি আসনে ভোট হয়,১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। সোমবার ফল বেরোনোর শুরু হতেই চারিদিকে সবুজ আবির খেলা শুরু করে দেয় তৃণমূল কর্মীরা। ৩২ টি ওয়ার্ডের মধ্যে ৩১টি আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল। ১৬ নম্বর ওয়ার্ডের জয়ী হয় সিপিএম প্রার্থী অভিজিৎ সেন। অভিজিৎ বাবুরদাবী এলাকার মানুষের পাশে থেকে গত কয়েক বছর ধরে কাজ করেছি, তারই সুফল পেলাম। এই জয় এলাকাবাসীর জয়। বিদায়ী মেয়র তথা ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তী জানান উন্নয়নের জয়। গত কয়েক বছরে এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করেছি, আগামীদিনে লক্ষ্য এলাকার সার্বিক উন্নয়ন। যদিও উল্লেখযোগ্যভাবে বিজেপি একটিও আসনে জয়লাভ করতে পারেনি। বিজেপির হুগলি সংগঠনের সভাপতি তুষার মজুমদার জানান ছাপ্পা ভোটের জয়, মানুষ ভোট দিতে পারলে বিজেপি ভালো ফল করত। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান এই জয় মা, মাটি, মানুষের জয়।
Views: 144