নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া-স্কুলেই ক্লাস করাতে হবে, এই দাবীতে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। হুগলির চুঁচুড়া এলাকার ঘটনা। অভিযোগ রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গন কর্মসুচিকে বাস্তবায়িত করতে গত বুধবার থেকেই হুগলীর সদর শহর চুঁচুড়ার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতির বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে চুঁচড়ার বিনোদিনী গার্লস হাই স্কুল সহ একাধিক স্কুলের অভিভাবকরা পাড়ায় গিয়ে ছেলেমেয়েদের শিক্ষাদানের বিপক্ষে মত দিয়েছে। এবারে বৃহস্পতিবার সকালে পরিচালন কমিটির সাথে বৈঠকের পর সরাসরি হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে মার্চ পিটিশন দিতে উপস্থিত হয় হুগলি গার্লস হাই স্কুলের অভিভাবকরা। প্রথম অবস্থায় সকালের দিকে তাঁরা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জমায়েত হয় অবিলন্বে বিদ্যালয়েই স্কুল করানোর দাবীতে,পরে চেয়ারম্যান না আসায় শুরু হয় অবরোধ। প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনের রাস্তায় বসে চলে অবরোধ। যার জেরে চুঁচুড়া-ত্রিবেনী রুটে যানজট শুরু হয়েছে।পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় যদিও অভিভাবকদের দাবী ব্যবস্থা না হলে আগামীদিনে ফের আন্দোলনের পথে যাবে তারা।
Views: 66