নিজস্ব প্রতিনিধি,হুগলি-মাস্ক,স্যানিটাইজার বিতরণের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের কর্মীরা। রবিবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে থাকা বাজার, রাস্তার পথচারীদের হাতে মাস্ক,স্যানিটাইজার তুলে দিলেন কর্মীরা। হুগলি জেলার বৈদ্যবাটি, শ্রীরামপুর রিষড়া, কোন্নগর, ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়া উত্তরপাড়া, চন্ডীতলা, ডানকুনি সহ জেলার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচী পালিত হল।জেলা তৃণমূল ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানান পশ্চিমবঙ্গ ক্রীড়া সেলের সভাপতি বাবুন ব্যানার্জীর নির্দেশমতোই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের এই বিশেষ দিনটিতে পালিত হলো এই কর্মসূচি। গত দু’বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ, তাদের পাশে থাকতে সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছি আমরা। একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের এই বিশেষ দিনটিতে মানুষের মধ্যে সচেতনতা আনতেই আমাদের এই কর্মসূচি, আমরা চাই এই পরিস্থিতি স্বাভাবিক হোক। তৃণমূল ক্রীড়া সেলের এই উদ্যোগে খুশি হুগলিবাসী।
Views: 128