নিজস্ব প্রতিনিধি শ্রীরামপুর, বড়দিন একটি বিশেষ দিন,সেই উৎসবের দিনটা সকলকে নিয়ে মেতে উঠলো শ্রীরামপুরের ১৯শের পল্লী দক্ষিণ উন্নয়ন সমিতিl বড়দিনের সকালে শ্রীরামপুরের ২৬ নম্বর ওয়ার্ডের রাই ল্যান্ড রোডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার শিশুদের হাতে কেক, বিস্কুট তুলে দেওয়ার পাশাপাশি রাস্তায় পথচারীদের হাতে কেক, বিস্কুট তুলে দিয়ে পালিত হলো বড় দিনের অনুষ্ঠানl সংস্থার অন্যতম সদস্য অন্বয় চট্টোপাধ্যায়ের উদ্যোগে এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরাlঅন্বয় চ্যাটার্জি জানান সারাবছর বিভিন্ন সামাজিক মূলক কাজের পাশাপাশি প্রভু যীশুর জন্মদিনটা স্থানীয়দের সাথে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভাগ করে নিতে আয়োজন এই অনুষ্ঠানেরl স্বাভাবিকভাবেই এদিনের এই অনুষ্ঠানে খুশি স্থানীয়রাl
Views: 98