নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-বছর পাঁচেক আগে ঐতিহাসিক শীরামপুর শহরে আতঙ্কের পরিবেশ এনেছিল মশা বাহিত ডেঙ্গু। কিন্তু তা সম্পূর্ণ নির্মূল করা যায়নিlসেই ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ও কোভিড সচেতনতায় এগিয়ে এলো শ্রীরামপুর পুরসভাl শুক্রবার সকালে পুরবাসীকে সচেতন করতে শ্রীরামপুর পুরসভা থেকে বটতলা পর্যন্ত এক পদযাত্রা হয়, যে পদযাত্রায় শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে, উপ পুরপ্রশাসক উত্তম নাগ,প্রশাসক মন্ডলীর সদস্য গিরিধারী সাহা, সন্তোষ সিং, জয়দীপ মুখার্জি, সুপ্রীতি মুখার্জি, কো-অর্ডিনেটর রেখা রানী সা,পুর আধিকারিক অনুজ ব্যানার্জি,শৌভিক পান্ডা সহ যোগ দেয় পুরসভার স্বাস্থ্য ও সাফাই বিভাগের কর্মীরাl প্রশাসক গৌরমোহন দে জানান ডেঙ্গুর সতর্কতায় সারা বছর ধরে পুরসভা কাজ করলেও এই সময় বাড়তি সতর্কতা দরকারl একইসাথে ম্যালেরিয়া ও কোভিড থেকে মানুষকে সচেতন করতে এই পদযাত্রাlপুরসভার এই উদ্যোগে খুশি পুরবাসীl
Views: 201