নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- রাখী পূর্ণিমার শুভলগ্নে মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শ্রীরামপুরের পুজোর প্রস্তুতি। রবিবার শ্রীরামপুরের আর এম এস ময়দানে “৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি পুজো কমিটির” খুঁটি পুজো হলো পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে। পুরোহিতের সাথেই মন্ত্র উচ্চারন করে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে উদোক্ত্যাদের পাশাপাশি এই পুজো দেখতে ভিড় করেন স্থানীয়রা। পুজোর সভাপতি কল্যাণ বাবু জানান গতবারের মতো এবারেও কোভিড বিধি মেনে হবে ওই দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই এদিনের খুঁটি পুজোর সূচনায় নিয়ে এলো দেবীর আগমনী বার্তা।
Views: 154