নিজস্ব প্রতিনিধি, আরামবাগ-হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন,দ্রুত তার চিকিৎসার প্রয়োজন কিন্তু স্থানীয় সরকারি হাসপাতালে শয্যা না থাকার জন্য তার জীবন সংকট হতে চলেছে। এই অবস্থায় পাশে এসে দাঁড়ালেন আরামবাগের পুর প্রশাসক স্বপন নন্দী। মূলত তারই উদ্যোগে বুধবার চিকিৎসার জন্য কলকাতায় পাড়ি দিলেন অসুস্থ ব্যক্তি। হুগলির আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া গ্রামের বাসিন্দা রবিন্দ্রনাথ পাকড়ে। যার বয়স ৬৫ বছর। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় যেতে হবে চিকিৎসার জন্য কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করার মতো ক্ষমতা ছিল না, এই পরিস্থিতিতে তার পরিবার জানান আরামবাগের পুর প্রশাসক স্বপন নন্দী কে। তিনি তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে আরামবাগের মহকুমা শাসকের সহায়তায় অসুস্থ ব্যক্তি কে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দেন। তারপর কলকাতায় চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে দেন তিনি। পুর প্রশাসক স্বপন নন্দী জানান অসুস্থ ব্যক্তির চিকিৎসা করার সামর্থ্য নেই তাই দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হলো।পুর প্রশাসকের এই ভূমিকায় খুশির স্থানীয় বাসিন্দারা।
Views: 117